top of page

সবাইকে আমন্ত্রণ

অমর একুশে বইমেলায় আমরা আছি শিশুদের মজার মজার বই নিয়ে। আপনি আমন্ত্রিত মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু চত্বরে আমাদের ৫৭২-৫৭৪ নং স্টলে।


সুপ্রিয় বইবন্ধু,

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হরেক রকমের বই নিয়ে এবারও আমরা হাজির হয়েছি

অমর একুশে গ্রন্থমেলার শিশু চত্বরে। বরাবরের মতো এবারও আমরা এনেছি বেশ কিছু নতুন বই।

মজার মজার গল্পের বই, আকর্ষণীয় ছবির বই ছাড়াও রয়েছে ‘আমার প্রথম রং করা’ গ্রন্থমালার

নতুন বই ‘বাংলা বর্ণমালা’ এবং সবার তুমুল জনপ্রিয় ‘বাবুইবেলা’র দ্বিতীয় পর্ব ।

আর ছোট্ট সোনামণিদের প্রিয় পুরাতন বইগুলো রয়েছেই!

আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কখন আপনি প্রিয় ছোট্টমণিকে নিয়ে আমাদের স্টলে আসবেন

আর তার পছন্দের বইগুলো উল্টেপাল্টে দেখার সুযোগ করে দেবেন !

আমাদের বইগুলো কিন্তু বড়দের শৈশবে ফেরার সেতুও বটে!

তাই শুধু শিশুদের নয়, পরিবারের সবাইকে নিয়ে মেলা ফুরাবার আগেই চলে আসুন

ময়ূরপঙ্খির ৫৭২-৫৭৪ নম্বর স্টলে।

মেলায় কিংবা মেলার বাইরে, মাস্ক পরতে ভুলবেন না কিন্তু!

আপনার ও আপনার পরিবার-পরিজনের ‍সুস্থ-সবল জীবন কামনা করে ইতি টানছি।

ময়ূরপঙ্খির সদস্যবৃন্দ



Download Mayurpankhi full catalog below:


Comments


  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Instagram
English%20final%20logo_edited.jpg
bottom of page