top of page
মমতাজ লতিফ.webp

মমতাজ লতিফ

লেখক ও শিল্পী

মমতাজ লতিফের জন্ম ১৯৪৫ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এক সময় ইউনিসেফের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের শিশু যত্ন ও বিকাশ নিয়ে কাজ করেছেন।  তাঁর বইয়ের মধ্যে অন্যতম: ‘শিশুর মন ও শিক্ষা’, ‘মানবিক শিক্ষার খোঁজে’, ‘গল্পের একদিন’, ‘সূর্য রাজার রাজ্যে’ এবং ‘ছবি ও পড়া’।

BOOKS

bottom of page